Iran Israel Conflict : তেহরানে এবার ইজরায়েলি হানা, একের পর এক বিস্ফোরণ !

<p><strong>নয়াদিল্লি:</strong> কাতারে আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র (Iran Israel Conflict)। চুপ বসে নেই ইজরায়েলও। ইরানের লক্ষ্য আমেরিকা, এবার পাল্টা হামলা ইজরায়েলের। তেহরানে ইজরায়েলি হানা, একের পর এক বিস্ফোরণের খবর এল এবার।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/hwoSm7Mob3E?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="কাতারে আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের হামলা, যাত্রীদের জন্য জরুরি বার্তা বিমান সংস্থাগুলির" href="https://ift.tt/Rzs41MT" target="_self">কাতারে আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের হামলা, যাত্রীদের জন্য জরুরি বার্তা বিমান সংস্থাগুলির</a></p> <p><strong>'এই হামলায় পাঁচ থেকে ছ&rsquo;টি GBU-57 বাঙ্কার বাস্টার ব্যবহার করা হয়েছে'</strong></p> <p>আমেরিকার এন্ট্রি ইজরায়েল এবং ইরানের লড়াইকে এক অন্য় মাত্রা দিয়েছে। সারা বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? ইরানের পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই হামলায় পাঁচ থেকে ছ&rsquo;টি GBU-57 বাঙ্কার বাস্টার ব্যবহার করা হয়েছে।</p> <p><strong>মার্কিন সমরাস্ত্র ভাণ্ডারের সবচেয়ে বড় নন-নিউক্লিয়ার বোমা</strong></p> <p>GBU-57 ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর, যাকে বলা হয় বাঙ্কার বাস্টার। এটি হল মার্কিন সমরাস্ত্র ভাণ্ডারের সবচেয়ে বড় নন-নিউক্লিয়ার বোমা। মাটির নীচে থাকা লক্ষ্যবস্তু অথবা শক্ত বাঙ্কার ধ্বংসে ব্যবহার করা হয় এই বোমা। GBU-57 বা &lsquo;বাঙ্কার বাস্টার&rsquo; বিস্ফোরণের আগে কংক্রিট ভেদ করে ৬০ মিটার অর্থাৎ প্রায় ২০০ ফুট গভীর গর্ত করতে সক্ষম।&nbsp;</p> <p><strong>এই বোমার বিশেষত্ব হল..</strong></p> <p>মাটির নীচে উচ্চমানের ইস্পাত দিয়ে তৈরি বাঙ্কারও ভেদ করে ঢুকে যেতে পারে।৩০ হাজার মিটার উপর থেকে ফেলা এই বোমা, কংক্রিট ফুটো করে ভিতরে ঢুকে যায়।এই বোমার বিশেষত্ব হল, এটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় না। এর মধ্যে একটি বিশেষ ফিউজ থাকে, যার জন্য মাটির গভীরে যাওয়ার পর বিস্ফোরণ হয়।</p> <p><strong> এই বিমান রাডার এবং এয়ার ডিফেন্সকেও ফাঁকি দিতে সিদ্ধহস্ত</strong></p> <p>আমেরিকার এই হামলায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। ৩০ হাজার পাউন্ড ওজনের GBU-57 ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর-কে বইতে পারে এই বোমারু বিমান। একইসঙ্গে এই বিমান রাডার এবং এয়ার ডিফেন্সকেও ফাঁকি দিতে সিদ্ধহস্ত। প্রতিটি B-2 বিমান দু&rsquo;টো করে বাঙ্কার ব্লাস্টার বয়ে নিয়ে যেতে সক্ষম।</p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/kgY4lcQ
via IFTTT

Post a Comment

0 Comments

Weather Update: পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র