Iran Israel Tension : ইরানের সংসদে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন, বড় ধাক্কা খাবে ভারত ! বাড়বে তেলের দাম ?

<p>&nbsp;</p> <p><strong>US Attacks Iran: &nbsp;</strong>কথামতো কাজ, আমেরিকা ইরানে সরাসরি হামলা চালাতেই হরমুজ প্রণালী বন্ধের (Strait of Hormuz) প্রক্রিয়া শুরু করে দিল ইরান। সংসদে অনুমোদিত হল হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিরাপত্তা বাহিনীর উপর ছেড়ে দিয়েছে ইরান। তাতে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালেও। বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য এই প্রণালী খুব গুরুত্বপূর্ণ। বহু দেশের অর্থনীতি নির্ভর করে হরমুজ প্রণালীর উপর।&nbsp;</p> <p><strong>কেন হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ</strong><br />হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ জলপথ যে সৌদি আরব এবং ইরানের মধ্যে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ। এই পথ দিয়ে প্রতিদিন ২ কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হয়। বিশ্বে জ্বালানি সরবরাহের ২০% থেকে ২৫% হয় এই প্রণালী দিয়ে যায়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০%-৩০% Liquefied Natural Gas বা LNG সরবরাহ হয়।&nbsp;<br />ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে স্বাভাবিক ভাবেই বিশ্বের বাজারে তেল ও প্রাকৃতিক গ্যাসের জোগান কমবে, তেলের দাম বাড়বে ।</p> <p><strong>এই প্রণালী বন্ধ হলে কী হবে&nbsp;</strong><br />আর অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতেও পেট্রোল-ডিজেলের দামে আগুন লাগবে। পরিবহণের খরচ বাড়লে চড়চড় করে বাড়বে অন্যান্য জিনিসের দাম। নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতের শেয়ার বাজারে। পড়তে পারে টাকার দাম। এই বিষয়ে &nbsp;অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত বলেন, ''তেলের দাম বেড়েছে, টাকার দাম পড়েছে। তবে এখনই মরে যাচ্ছি অবস্থা তৈরি হয়নি। আমেরিকার ভূমিকার উপরে নির্ভর করবে অর্থনীতির উপর প্রভাব কী পড়বে।''</p> <p><strong>ইজরায়েল নিয়ে ভারতের ভাবনা</strong><br />ভারত-পাকিস্তানের সংঘাতের সময় অপারেশন সিঁদুরের পর ভারতকে খোলাখুলি সমর্থন করেছিল ইজরায়েল। ড্রোন, মিসাইল সিস্টেম থেকে রেডার টেকনলজির জন্য ইজরায়েলের সঙ্গে চুক্তি রয়েছে ভারতের। আবার মধ্য প্রাচ্যের এই দেশে ভারত চামড়া, জামাকাপড়, বিভিন্ন ধাতু, দামি পাথর, রাসায়নিক পদার্থ, ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতি রফতানি করে।</p> <p><strong>ইরানে রয়েছে ভারতের বিনিয়োগ</strong><br />&nbsp;অপরদিকে, ইরানের চাবাহার বন্দরেও বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে ভারত। ফলে ইরান-ইজরায়েলের যুদ্ধে কূটনীতির সঙ্গে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখেও পড়তে হতে পারে ভারতকে। আর এই যুদ্ধে ভারতের দীর্ঘদিনের বন্ধু আমেরিকা ঢুকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নিলে তা ভারতের জন্য মোটেই ভাল হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।&nbsp;</p>

from india https://ift.tt/dOmoFcv
via IFTTT

Post a Comment

0 Comments

Weather Update: পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র