<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> রাজধানীতে শিশুকে স্কুলে ভর্তি করার ক্ষেত্রে নয়া নিয়ম। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম বয়স ছ’বছর বেঁধে দেওয়া হল দিল্লিতে। সেখানকার ডিরেক্টরেট অফ এডুকেশন (DoE) জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৬-’২৭ থেকে এই নিয়ম চালু হতে চলেছে। বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তি করার ক্ষেত্রে শিশুর বয়স অন্তত ছ’বছর হতে হবে। জাতীয় শিক্ষা নীতি ২০২০, বিনামূল্যে ও বাধ্যতামূলক শিশুশিক্ষার অধিকারের আওতায় এই নয়া নিয়ম। (National Education Policy)</span></p> <p><span style="font-weight: 400;">স্কুল শিক্ষার গোটা কাঠামোই বদলে দিয়েছে জাতীয় শিক্ষানীতি ২০২০। ১০+২ কাঠামোর পরিবর্তে, স্কুলশিক্ষায় ৫+৩+৩+৪ কাঠামো চালু করা হয়েছে, ১) তিন বছর বয়স থেকে প্রিস্কুল, কিন্ডারগার্টেন, তার পর প্রথম ও দ্বিতীয় শ্রেণি। সবমিলিয়ে পাঁচ বছর। ২) তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান। ৩) ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, পরীক্ষামূলক ভাবে বিজ্ঞানশিক্ষা, গণিতশিক্ষা, সমাজ বিজ্ঞানের পাঠ। ৪) নবম থেকে দ্বাদশ শ্রেণি, একাধিক বিভাগে শিক্ষার সুযোগ, যাতে নিজেদের পছন্দের শিক্ষা বেছে নিতে পারে পড়ুয়ারা। (Class 1 Admission)</span></p> <p><span style="font-weight: 400;">অর্থাৎ প্রথম শ্রেণিতে ভর্তি করার আগে, তিন বছর বয়সি শিশুদের নার্সারিতে ভর্তি করতে হবে। চার বছর বয়সে সে পড়বে লোয়ার কেজিতে। বয়স পাঁচ হলে আপার কেজিতে পড়বে। প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে বয়স কমপক্ষে ছ’বছর হতেই হবে শিশুর। বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে, ‘শিশুর বয়স ছ’বছর হলে, তবেই ২০২৬-’২৭ শিক্ষাবর্ষে তাকে প্রথম শ্রেণিতে ভর্তি করা যাবে’।</span></p> <p><span style="font-weight: 400;">ডিরেক্টরেট অফ এডুকেশনের তরফে দিল্লির সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে এই নয়া নিয়ম কার্যকর করা নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু রাজ্যেই এই নয়া শিক্ষানীতি কার্যকর করা হয়েছে। কিন্তু রাজধানীতে এতদিন তা চালু করা যায়নি পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে। এ নিয়ে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং শিক্ষাবিদদের মতামতও চাওয়া হয়েছে। </span></p> <p><span style="font-weight: 400;">পশ্চিমবঙ্গে আগে থেকেই স্কুলশিক্ষার বয়স বেঁধে দেওয়া রয়েছে। ২০২২ সালেই রাজ্যের শিক্ষা মন্ত্রক জানিয়ে দেয়, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিশুকে ছ’বছর ঊর্ধ্ব হতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকেই এই মর্মে শিক্ষাব্যবস্থাকে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু একাধিক রাজ্যেই এখনও নয়া নিয়ম চালু করা হয়নি। সেই নিয়ে কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের সংঘাতও দেখা দিয়েছে। সম্প্রতি তামিলনাড়ু সরকারের সঙ্গে জাতীয় শিক্ষা নীতি নিয়ে সংঘাত বাধে কেন্দ্রের। যদিও এ নিয়ে মতভেদও রয়েছে। দেশের প্রত্য়ন্ত এলাকায় প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থাই নেই যেখানে, সেখানে ছ'বছরের মাপকাঠি শিশুশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে উঠে এসেছে পাল্টা যুক্তিও।</span></p>
from india https://ift.tt/YMTiKQF
via IFTTT
0 Comments