<p>Delhi CM Attack: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে তাঁরই বাসভবনে 'জন শুনানি' চলাকালীন আক্রমণ করেছিলেন গুজরাতের রাজেশ সাকরিয়া নামের এক ব্যক্তি। ইতিমধ্যেই রাজকোটের এই বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি এই ঘটনায় প্রকাশ্যে এসেছে নতুন এক তথ্য। পুলিশ সূত্রে খবর, ছুরি নিয়ে রেখা গুপ্তাকে আক্রমণ করার পরিকল্পনা ছিল রাজেশ সাকরিয়ার। গত ২০ অগস্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাজেশ। গ্রেফতারের পর পুলিশকে ধৃত জানান যে, দিল্লির পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। তাই নিয়েই আবেদন করতে গিয়েছিলেন রেখা গুপ্তার দরবারে। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী নাকি পাত্তাই দেননি তাঁকে। শোনেননি তাঁর কথা। আর তাতেই বেজায় চটে গিয়ে রেখা গুপ্তাকে আক্রমণ করেন তিনি। রাজেশের বিরুদ্ধে অভিযোগ, চুলের মুঠি টেনে ধরে দিল্লির মুখ্যমন্ত্রীকে চড় মেরেছেন তিনি। প্রত্যক্ষদর্শীরাই এমন দাবি করেছিলেন। এর পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের অনেকে এও দাবি করেন যে, মদ্যপ অবস্থায় ছিলেন রাজেশ। </p> <p>প্রথমে অবশ্য রাজেশের পরিকল্পনা ছিল, ছুরি দিয়ে রেখা গুপ্তাকে আঘাত করার। সেই উদ্দেশ্য নিয়েই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছন তিনি। তবে সেখানকার কড়া নিরাপত্তার বেষ্টনী দেখে ছুরি নিয়ে আক্রমণের পরিকল্পনা বাদ দেন রাজেশ। ছুরি ফেলে দিয়ে খালি হাতেই ঢুকে পড়েন রেখা গুপ্তার বাসভবনে। এখানেই শেষ নয়। দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে, <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/LimfdxQ" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>েও গিয়েছিলেন তিনি। দেশের শীর্ষ আদালতের চত্বরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ দেখে চলে আসেন রাজেশ সাকরিয়া। তারপর যান শালিমার বাগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে। সেখানেও আঁটোসাঁটো নিরাপত্তা দেখে ছুরি ফেলে দেন তিনি। তারপর খালি হাতেই ঢুকে যান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে। </p> <p>এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তিনি রাজেশ সাকরিয়ার বন্ধু তাহসিন সইদ। রাজকোট থেকে ইতিমধ্যেই দিল্লি আনা হয়েছে তাঁকে। সেখানেই বাকি জিজ্ঞাসাবাদ করা হয়। সত্যতা যাচাইয়ের জন্য এবং রাজেশের মুখোমুখি বসিয়ে জেরা করার জন্য, তাহসিনকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রীকে হামলার আগে রাজেশকে টাকা পাঠিয়েছিলেন তাহসিন। এর পাশাপাশি লাগাতার যোগাযোগও রেখেছিলেন রাজেশের সঙ্গে। অন্যদিকে আবার অভিযোগ, রাজেশ দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের একটি ভিডিও তাহসিনকে পাঠিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজেশ সাকরিয়ার নামে আগে থেকেই ছিল পুলিশের খাতায়। গুজরাত যা একটি 'ড্রাই স্<a title="টেট" href="https://ift.tt/cxgQPdv" data-type="interlinkingkeywords">টেট</a>' সেখানে মদ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে রাজেশের বিরুদ্ধে। </p>
from india https://ift.tt/rHcLYKw
via IFTTT
0 Comments