ICICI Bank News: অ্যাকাউন্টে ন্যূনতম ৫০ হাজার টাকা রাখতেই হবে, অন্যথায় মোটা জরিমানা, জানিয়ে দিল এই ব্য়াঙ্ক...

<p><strong>নয়াদিল্লি</strong>: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম গড় টাকার পরিমাণ বাড়িয়ে দিল দেশের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা ICICI ব্যাঙ্ক। প্রত্যেক নতুন গ্রাহকের জন্যই এই নিয়ম কার্যকর করা হয়েছে ১ অগাস্ট থাকে। বলা হয়েছে, মেট্রোপলিটন এবং শহর এলাকার বাসিন্দারা, যাঁরা ১ অগাস্ট বা তার পর সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, মাসে অন্তত ৫০ হাজার টাকা অ্যাকাউন্টে রাখতেই হবে তাঁদের। অন্যথায় জরিমানা দিতে হবে। (ICICI Bank News)</p> <p>ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়েছে ICICI ব্যাঙ্ক। তবে ব্যাঙ্কের পুরনো গ্রাহক যাঁরা, তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকা হলেই চলবে। শহরতলি বা মফস্বলের বাসিন্দা, যাঁরা নতুন অ্যাকাউন্ড খুলেছেন ICICI ব্যাঙ্কে, তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ২৫ হাজার টাকা থাকতে হবে মাসে। গ্রামাঞ্চলের মানুষের জন্য নূন্যতম ব্যালেন্স হতে হবে ১০ হাজার টাকা। (ICICI Minimum Balance)</p> <p>ICICI ব্যাঙ্কের পুরনো গ্রাহক যাঁরা, যাঁরা গ্রাম বা মফস্বলে থাকেন, তাঁদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স ৫০০০ টাকাই থাকছে। যে বা যাঁরা অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখবেন না, তাঁদের জরিমানা দিতে হবে। ন্যূনতম ব্যালেন্সের চেয়ে যত টাকা কম থাকবে, তার উপর ৬ শতাংশ হারে জরিমানা নেবে ব্যাঙ্ক। অথবা ঘাটতির জন্য ৫০০ টাকা করে নেওয়া হতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন হবে যেটি, সেটিই গ্রহণ করবে ব্যাঙ্ক।&nbsp;</p> <p><span style="font-weight: 400;">বেসরকারি ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স বৃদ্ধির এই সিদ্ধান্ত নজিরবিহীনই। কারণ সরকারি ব্যাঙ্ক SBI ২০২০ সালেই ন্যূনতম ব্যালেন্সের রীতি তুলে দেয়। অন্য ব্যাঙ্কগুলিতেও ন্যূনতম এত বেশি পরিমাণ টাকা রাখতে হয় না অ্যাকাউন্টে। সাধারণত ২ থেকে ১০ হাজারের মধ্যেই ঘোরাফেরা করে এই টাকার অঙ্ক। তাই ধাক্কায় এতটা বৃদ্ধিতে উদ্বেগ ছড়িয়েছে। ব্য়াঙ্কের এই সিদ্ধান্ত কতটা লাভ দেয় তাদের, তাও দেখার।</span></p> <p><span style="font-weight: 400;">এর পাশাপাশি, ICICI ব্যাঙ্ক জানিয়েছে, বিনা খরচে তিনবার অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন গ্রাহকরা। কমপ্লিমেন্টারি হিসেবে এই সুবিধা দেওয়া হচ্ছে। ওই তিনবারের পর থেকে প্রতিবার টাকা জমা করতে ১৫০ টাকা করে দিতে হবে। প্রতিমাসে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন গ্রাহকরা।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">এর আগে, ২০২৫ সালের এপ্রিল মাসে ICICI সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ০.২৫ শতাংশ কমায়। যে সমস্ত সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ পর্যন্ত জমা রয়েছে, তারা ২.৭৫ শতাংশ হারে সুদ মিলবে। কমপ্লিমেন্টারে ক্যাশ উইথড্রলে ছাড় দিচ্ছে তারা।&nbsp; </span></p>

from india https://ift.tt/sBliK2r
via IFTTT

Post a Comment

0 Comments