<p><strong>নয়াদিল্লি :</strong> রাশিয়ার তেল কেনার জন্যই ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এই আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে সোশাল মিডিয়া তিনি জানান, "খুব ভালো ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে।" উভয় দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার কথা হয় তাঁদের মধ্যে। এর পাশাপাশি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা জানানোয় রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি।</p> <p>এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, "বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুব ভালো ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। ইউক্রেনের সর্বশেষ ঘটনাবলী শেয়ার করে নেওয়ার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের দ্বিপাক্ষিক কর্মসূচির উন্নতি পর্যালোচনা করেছি এবং ভারত-রাশিয়ার বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত সম্পকর্কে আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এই বছরের শেষের দিকে ভারতে প্রেসিডেন্ট পুতিনের আতিথ্যের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।"</p> <p> </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Had a very good and detailed conversation with my friend President Putin. I thanked him for sharing the latest developments on Ukraine. We also reviewed the progress in our bilateral agenda, and reaffirmed our commitment to further deepen the India-Russia Special and Privileged…</p> — Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1953804374158840158?ref_src=twsrc%5Etfw">August 8, 2025</a></blockquote> <blockquote class="twitter-tweet">রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের উপর ক্রমাগত শুল্ক চাপ বাড়াচ্ছে আমেরিকা। গত বুধবারই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য অনুযায়ী, রাশিয়ার কাছে এ ধরনের ক্রয়ের অর্থ রাশিয়াকে পক্ষান্তরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ জোগানো। সবমিলিয়ে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। কিন্তু ট্রাম্প একথা বললেও, এক সরকারি বিবৃতিতে প্রধানমন্ত্রী এই সংঘাতের (রাশিয়া ও ইউক্রেনের মধ্যে) শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ভারত রাশিয়া এবং ইউক্রেনকে আলোচনায় বসার এবং এই সংঘাতের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে, যা এখন চতুর্থ বছরে পদার্পণ করছে।</blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমের দেশগুলি মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ভারত ২০২২ সাল থেকে সস্তা দামে রাশিয়ান তেল কিনছে।</p>
from india https://ift.tt/JSw8HQA
via IFTTT
0 Comments