PM Modi : ভারতের সঙ্গে সম্পর্ক মজুবত করা লক্ষ্য, SCO সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদির সফরকে স্বাগত চিনের

<p><strong>নয়াদিল্লি :</strong> ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক কি মজবুত হওয়ার পথে ? আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে স্বাগত জানাল চিন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যধিক শুল্ক চাপানো নিয়ে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজুবত করতে চাইছে বেজিং, এমনই মত ওয়াকিবহাল মহলের। আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর চিনের তিয়ানজিন শহরে বসতে চলেছে SCO-র আসর।&nbsp;</p> <p>প্রধানমন্ত্রী মোদির চিন সফরকে স্বাগত জানিয়ে, চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, SCO গঠনের পর সবথেকে বড় আকারের সম্মেলন হতে চলেছে তিয়ানজিন সম্মেলন। তাঁর কথায়, "আমরা বিশ্বাস করি যে সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায়, তিয়ানজিন শীর্ষ সম্মেলন হবে সংহতি, বন্ধুত্ব এবং ফলপ্রসূ ফলাফলের সমাবেশ, এবং এসসিও উচ্চমানের উন্নতির একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে যার মধ্যে বৃহত্তর সংহতি, সমন্বয়, গতিশীলতা এবং উৎপাদনশীলতা থাকবে।"</p> <p>পারস্পরিক সহযোগিতার মাধ্য়মে আঞ্চলিক স্থিতাবস্থা তৈরির লক্ষ্যে ২০০১ সালে SCO তৈরি হয়েছিল। এই ব্লকে এই মুহূর্তে ১০টি সদস্যভুক্ত দেশ রয়েছে। যার মধ্যে রয়েছে- বেলারুশ, চিন, ভারত, ইরান, কাজাখাস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। তিয়ানজিনের এই মিটিংয়ে যোগ দেবেন ১০টি সদস্য দেশের রাষ্ট্র-প্রধানরা।</p> <p>২০১৯ সালে শেষবার চিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর ২০২০ সালে গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে উভয় দেশের সম্পর্কের চরম অবনতি হয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনার সেই আবহ আপাতত কমলেও, দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য কোনও উন্নতি হয়নি। এরকম একটা পরিস্থিতিতে মোদি চিন সফরে যাচ্ছেন। আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনের তিয়ানজিন শহরে বসতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। সেখানে SCO সদস্যভুক্ত দেশগুলি আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস এবং বাণিজ্যের মতো বিষয়গুলি আলোচনা করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও চিনের সম্পর্কে স্থিতিশীলতা আনার জন্য দ্বিপাক্ষিক আলোচনাও চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলে মত ওয়াকিবহাল মহলের।</p> <p>প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে অশান্তি বাড়তে বাড়তে ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ বাধে চিনা বাহিনীর। গোলাগুলি না চললেও, সংঘর্ষ চলাকালীন চিনা সেনা বিশেষভাবে তৈরি অস্ত্র ব্যবহার করে বলে জানা যায়। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছিল। পরে তাদের পাঁচ জওয়ানের মৃত্যুর কথা স্বীকার করে চিনও। গালওয়ান সংঘর্ষের জেরেই ভারত-চিনের বোঝাপড়া তলানিতে এসে ঠেকে। এরপরও লাদাখ থেকে অরুণাচল প্রদেশ, লাগাতার চিনা আগ্রাসনের খবর সামনে এসেছে সাম্প্রতিককালে। সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে সম্প্রতি মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় &lsquo;অস্বাভাবিক&rsquo; হারে সেনা মোতায়েন করার কথা জানান তিনি। যদিও এসবের মধ্যে ২০২৪ সালে অক্টোবর মাসে, কাজানে BRICS সম্মেলনে সাক্ষাৎ হয় মোদি-জিনপিংয়ের।</p>

from india https://ift.tt/atx759s
via IFTTT

Post a Comment

0 Comments