<p>Operation Akhal: জম্মু-কাশ্মীরে জারি জঙ্গি দমন অভিযান। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় চলছে অপারেশন আখাল। গত ১ অগস্ট থেকে চলছে এই অভিযান। ইতিমধ্যেই ৩ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন এক সেনা জওয়ানও। এখনও ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। কুলগামের আখাল জঙ্গলের মধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং ভারতীয় সেনা একত্রিত হয়ে এই অভিযান চালাচ্ছে। </p> <p>সূত্রের খবর, যে তিন জঙ্গি আখাল এলাকায় খতম হয়েছে তারা দ্য রেজিসট্যান্স ফ্রন্টের সদস্য। এই টি আরএফ হল লস্কর-ই-তৈবার শাখা সংগঠন যারা গত ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল। নিরাপত্তাবাহিনীর কাছে আগে থেকেই আখাল এলাকায় ঘন জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল। সেই সূত্র ধরেই শুরু হয় অভিযান। তল্লাশি অভিযানের সময় ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালায় প্রথমে। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। দু'পক্ষের গুলির লড়াইয়েই খতম হয়েছে ৩ জঙ্গি। তবে এর পাশাপাশি এক সেনা জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। </p> <p>এর আগে অপারেশন মহাদেব- এ শ্রীনগরের কাছে দাচিগাম এলাকায় ৩ জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তাবাহিনী। তাদের মধ্যে ২ জঙ্গি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল। এরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলেও জানা গিয়েছে। এই অভিযানের আগে হয়েছিল অপারেশন শিবশক্তি। এই অভিযানেও ২ জঙ্গিকে নিকেষ করেছিল নিরাপত্তাবাহিনী। পহেলগাঁও হামলার পর থেকে উপত্যকায় জঙ্গি দমনে আরও বেশি করে তৎপর হয়েছে নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশের সহায়তায় একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে তারা। </p> <p>গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় নৃশংস হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২৬ জনের। তাঁদের মধ্যে ২৫ জন নিরীহ পর্যটক। আর একজন স্থানীয় টাট্টু ঘোড়ার চালক। নিজের ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের 'মিনি সুইৎজারল্যান্ড' ঘোরাতে নিয়ে গিয়েছিলেন ওই যুবক। সেখানে জঙ্গিদের হামলা থেকে পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়েই নিজের প্রাণ খোয়াতে হয় তাঁকে। জঙ্গিরা বেছে বেছে হিন্দু পুরুষদের টার্গেট করে মাথায় গুলি করে খুন করেছিল। স্ত্রীর চোখের সামনে খুন হয়েছিলেন স্বামী। মেয়ের চোখের সামনে মর্মান্তিক পরিণতি হয়েছিল বাবার। মহিলা এবং বাচ্চাদের ছেড়ে দেয় জঙ্গিরা। হুঁশিয়ারি দিয়ে তাঁদের বলা হয় প্রধানমন্ত্রীকে জানাতে এই হত্যালীলার কথা। তবে এই জঙ্গি হামলার কড়া জবাব দেয় ভারত। জোরদার প্রত্যাঘাত করা হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ভূখণ্ডে। অপারেশন সিঁদুরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। </p>
from india https://ift.tt/56Kwn3z
via IFTTT
0 Comments