<p>Mobile: মোবাইল কেনার কথা বলেছিল ১৬ বছরের কিশোর। রাজি হননি মা। তার জেরেই মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছে ওই কিশোর। পাহাড় থেকে ঝাঁপ দেয় বছর ১৬- র ওই কিশোর। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। গতকাল অর্থাৎ রবিবার এই দুর্ঘটনা ঘটেছে ছত্রপতি সম্ভাজীনগর এলাকায়। সেখানেই একটি পাহাড় থেকে ঝাঁপ দেয় ওই কিশোর। </p> <p>পুলিশ জানিয়েছে, কিশোরের নাম অথর্ব গোপাল তাইডে। কয়েকদিন ধরেই ফোন কেনার বায়না ধরেছিল এই কিশোর। বারংবার মাকে সেই কথা বলেছিল অথর্ব। আর পাঁচজন মায়ের মতোই স্বভাবতই রাজি হননি কিশোরের মা। রবিবার দিন আরও একবার মায়ের কাছে ফোন কেনার জেদ করে ওই কিশোর। কিন্তু রাজি হননি মহিলা। এরপরেই তিসগাঁওয়ের পাহড়ে যায় ওই কিশোর। তারপর সেখান থেকে সটান ঝাঁপ দেয় নীচে। স্থানীয়রাই এই কাণ্ড দেখে ছুটে এসে উদ্ধার করেন কিশোরকে। চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিশোরকে। কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। পুলিশ সূত্রে খবর, পুলিশে নিযুক্ত হওয়ার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অথর্ব। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ হেন ঘটনায় তাঁরাও কিছুটা হতবাকই হয়ে গিয়েছেন। </p> <p><br /><img src="https://ift.tt/P4GZhx6" /></p> <p>আজকাল স্মার্টফোনের নেশা প্রায় সব বয়সীদের মধ্যেই ভয়ানক ভাবে দেখা যায়। তরুণ প্রজন্মের মধ্যে স্মার্টফোনের আসক্তি তুলনায় অনেকটাই বেশি। আর তার জেরে দুর্ঘটনাও ঘটে প্রচুর। কোথাও দেখা যায় বাড়ির লোক স্মার্টফোন কিনে দিতে রাজি হয়নি বলে আত্মহননের পথ বেছে নিয়েছে কিশোর-কিশোরীরা। কোথাও বা স্মার্টফোন হাতে সেলফি তুলতে গিয়ে কিংবা রিলস বানাতে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে তারা, যার পরিণতি মর্মান্তিক। এক্ষেত্রে উল্লেখ্য, স্মার্টফোনে অতিরিক্ত আসক্তির কারণে আরও অনেক ধরনের বড় বিপদের জালেও জড়িয়ে পড়ছে তরুণ প্রজন্মের একটা বড় অংশ। </p> <p>তবে সম্প্রতি ঘটা মহারাষ্ট্রের এই ঘটনায় শিউরে উঠেছেন অনেকেই। মোবাইলের কারণে কোথায় যাচ্ছে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, আর কত বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, এইসব ভেবেই আতঙ্কিত কিশোর-কিশোরীদের অভিভাবকরাও। মা মোবাইল কিনে দিতে রাজি না হওয়ায় কোনও কিশোর যে এমন সাংঘাতিক কাণ্ড ঘটাতে পারে, তা জেনে আটকে উঠেছেন অনেকে। শুনে সি<a title="নেমার" href="https://ift.tt/Ryhq0kW" data-type="interlinkingkeywords">নেমার</a> প্লট মনে হলেও, বাস্তবেই এমনটা ঘটেছে। </p> <p> </p>
from india https://ift.tt/OyRw0S6
via IFTTT
0 Comments