South 24 Parganas News: অবশেষে খোঁজ মিলল মুম্বইয়ে গিয়ে নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনার পরিযায়ী শ্রমিকের, 'বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছিল..'!

<p><strong>কলকাতা :</strong> অবশেষে খোঁজ মিলল মুম্বইয়ে গিয়ে নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিকের। পরিবারের দাবি, বাড়ির লোকজনের সঙ্গে ফোনে কথা হয়েছে বাবাই সর্দারের। পরিবারের অভিযোগ, বাংলাদেশি সন্দেহে বাবাইকে নাগপুরে এক ক্যাম্পে আটকে রাখা হয়েছিল, সেই খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে মহারাষ্ট্র পুলিশ। তাঁর যাবতীয় নথি যাচাই করে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/S8qARXGFiZI?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="কলকাতায় কলেরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪ বছরের শিশুকন্যা ! কীভাবে পানীয় জলের মধ্যে এল ভিব্রিও কলেরি ? খবর গেল স্বাস্থ্যভবন ও পুরসভায়" href="https://ift.tt/BfNY5o1" target="_self">কলকাতায় কলেরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪ বছরের শিশুকন্যা ! কীভাবে পানীয় জলের মধ্যে এল ভিব্রিও কলেরি ? খবর গেল স্বাস্থ্যভবন ও পুরসভায়</a></p>

from india https://ift.tt/KpbTQVn
via IFTTT

Post a Comment

0 Comments