Russia-India Relations: চলতি মাসেই ভারত সফরে পুতিন, মস্কো গিয়ে সব ঠিক করে ফেললেন ডোভাল, শুল্ক নিয়ে টানাপোড়েনে বার্তা কি ট্রাম্পকে?

<p><strong>নয়াদিল্লি:</strong> রাশিয়ার থেকে তেল কেনায় ভারতকে 'শুল্ক-শাস্তি' দিয়েছে আমেরিকা। ভারতের আচরণ বন্ধুসুলভ নয় বলে মন্তব্য করেছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে ভারতের পাশেই দাঁড়িয়েছে রাশিয়া। এবার ভারত সফরের প্রস্তুতিও শুরু করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই মুহূর্তে মস্কোয় রয়েছেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই ভারত সফরে আসছেন পুতিন।</p> <p>আমেরিকার সঙ্গে শুল্ক টানাপোড়েনের মধ্যেই মস্কো পৌঁছে গিয়েছেন ডোভাল। সেখান থেকেই পুতিনের ভারত সফরের কথা জানালেন তিনি। ডোভাল জানিয়েছেন, শীঘ্রই ভারত সফরে আসছেন পুতিন। এখনও পর্যন্ত দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সেই নিয়ে আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত যা খবর, অগাস্টের শেষ দিকেই ভারতে আসতে পারেন পুতিন।</p> <p>সবিস্তার আসছে</p>

from india https://ift.tt/dVAZtDQ
via IFTTT

Post a Comment

0 Comments