Viral Video: চড়-থাপ্পড় থেকে ঘুসি ! রেস্তোরাঁয় 'টেবিল রিজার্ভেশন' নিয়ে ধুন্ধুমার, দেখুন ভাইরাল ভিডিও

<p>Viral Video: রেস্তোরাঁয় খেতে গিয়ে জায়গা পাওয়া নিয়ে শুরু হয়েছিল ঝামেলা। মুহূর্তেই তা এমন আকার ধারণ করে যে, কার্যত তছনছ হয়ে গিয়েছে গোটা রেস্তোরাঁ। সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয়েছে তুমুল গন্ডগোলের সেই ভিডিও। রেস্তোরাঁয় গিয়ে যে কেউ এমন আচরণ করতে পারে, তা অবশ্য সত্যিই না দেখলে বিশ্বাস করা মুশকিল।&nbsp;</p> <p>কী ঘটেছিল ওই রেস্তোরাঁয়&nbsp;</p> <p>জয়পুরের এক রেস্তোরাঁয় ঘটেছে ধুন্ধুমার কাণ্ড। এক্স মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তুমুল ঝামেলায় জড়িয়ে পড়েছেন একদল গ্রাহক। তাঁদের মধ্যে আবার রয়েছেন দু'জন মহিলাও। রেস্তোরাঁয় গিয়ে সিট রিজার্ভেশন নিয়ে ঝামেলা শুরু হয়েছিল বলে জানা গিয়েছে। শনিবার এই কাণ্ড ঘটেছে নাহারগড় হিলসের Padao রেস্তোরাঁয়।&nbsp;</p> <p>ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দু'পক্ষই সাংঘাতিক ভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। চড়-থাপ্পড়, ঘুসি বাদ যাচ্ছে না কিছুই। এমনকি ভিডিওতে মহিলাদেরকেও যেভাবে অন্যদের মারধর করতে দেখা গিয়েছে, তা রীতিমতো আতঙ্ক ধরিয়ে দেবে। চমকে যাবেন আপনি। এক মিনিটেরও কম সময়ের ওই ভিডিওতে জনা পনেরো লোক দেখা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছে দু'টি কাপলও। প্রথমে সবাই ঝগড়াই করছিলেন। তবে তা হাতাহাতিতে পরিণত হতে একেবারেই বেশি সময় লাগে না। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রেস্তোরাঁর কর্মীদের বেধড়ক মারধর করছেন দুই মহিলা। সেই সঙ্গে চলছে তুমুল চিৎকার। রেস্তোরাঁর কর্মীরা ওই দুই মহিলার সঙ্গীদের মারধর করতে গিয়েছিলেন। তা আটকাতেই ময়দানে নামেন দুই মহিলা। এমনটাই শোনা গিয়েছে। তবে তাঁরা যে শুধু মারধর দিয়েছেন তা কিন্তু নয়। রেস্তোরাঁর কর্মীদের হাতে যথেষ্ট হেনস্থা হতে হয়েছে ওই দুই মহিলাকেও। মার খাওয়ার পর রেস্তোরাঁর কর্মীরা মার খাওয়ার পর পাল্টা মার দিয়েছেন তাঁদেরও।&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="hi">Warning : *Fight Scene* <br /><br />&bull; जयपुर के नाहरगढ स्थित पड़ाव रेस्टोरेंट में कल रात भारी बवाल<br /><br />&bull; रेस्टोरेंट कर्मचारियों पर वहां आई युवतियों से छेड़छाड़ का लगा आरोप, इसके बाद की गई मारपीट <a href="https://t.co/gFYIsqCHpI">pic.twitter.com/gFYIsqCHpI</a></p> &mdash; SaHiL MeeNa BSP (@sahil_meena_bsp) <a href="https://twitter.com/sahil_meena_bsp/status/1964940785289502901?ref_src=twsrc%5Etfw">September 8, 2025</a></blockquote> <p>সূত্রের খবর, শনিবার সন্ধে ৮টা নাগাদ এই কাণ্ড ঘটেছে ওই রেস্তোরাঁয়। দু'টি জুটি (কাপল) ওই সময় ডিনার করতে এসেছিলেন রেস্তোরাঁয়। ওই কাপলের দাবি তাঁরা সিট রিজার্ভ করে এসেছিলেন। এই নিয়ে রেস্তোরাঁ কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। নিমেষে উত্তেজনার পারদ চড়ে যায় তুঙ্গে। তারপরই শুরু হয় সাংঘাতিক মারপিট। পুলিশকে ওই দুই মহিলা অভিযোগ করেছেন যে রেস্তোরাঁর কর্মীরা তাঁদের হেনস্থা করেছেন। ক্রেতা এবং রেস্তোরাঁ কর্মী- দু'পক্ষ থেকেই থানায় এফআইআর দায়ের করা হয়েছে।&nbsp;</p>

from india https://ift.tt/GyRSNsd
via IFTTT

Post a Comment

0 Comments

Nepal Protest News: Gen-Z-র প্রতিবাদে উত্তাল নেপাল, কাঠমাণ্ডুগামী উড়ান সাসপেন্ড-বাতিলের সিদ্ধান্ত ইন্ডিগো-স্পাইসজেটের