Air India Plane: মাঝ আকাশে আপনা থেকেই চালু RAT, বার্মিংহামে নামার আগে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, সেই বোয়িংয়েরই

<p><span style="font-weight: 400;"><strong>মুম্বই:</strong> মাঝ আকাশে ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি ঘটল। অবতরণের ঠিক আগে বিমানের Ram Air Turbine (RAT) চালু হয়ে গেল। আবারও বোয়িংয়ের তৈরি একটি বিমানে ঘটল এমন ঘটনা। তবে শেষ পর্যন্ত নিরাপদেই মাটি ছোঁয় বিমানটি। (Air India Plane)</span></p> <p><span style="font-weight: 400;">গত ১২ জুন গুজরাতের আমদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সেটি আমেরিকার বোয়িং সংস্থার তৈরি বিমান ছিল। শনিবার পঞ্জাবের অমৃতসর থেকে ইংল্যান্ডের বার্মিংহাম যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানটি। সেই সময় বিপত্তি ঘটে। (Air India Flight to Birmingham)</span></p> <p><span style="font-weight: 400;">বিমানকর্মীরা জানিয়েছেন, শনিবার অমৃতসর থেকে বার্মিংহাম যাচ্ছিল AI117, বোয়িংয়ের ৭৮৭ বিমানটি। অবতরণের কিছু আগে আচমকাই বিমানের Ram Air Turbine আপনা থেকে চালু হয়ে যায়। শেষ পর্যন্ত যদিও নিরাপদেই বিমানটি বার্মিংহামের মাটি ছোঁয়।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">বিমানের Ram Air Turbine একটি ছোট্ট অথচ শক্তিশালী অংশ। সেটি হাইড্রোলিক পাম্প বা বৈদ্যুতিক জেনারেটরের সঙ্গে সংযুক্ত থাকে। বিমানের ভিতর বিদ্যুৎ এবং শক্তির উৎসব হিসেবে কাজ করে এই RAT. বিমানের দুরন্ত গতির দরুণ বাতাসের যে চাপ সৃষ্টি হয়, তা থেকে শক্তি উৎপন্ন করে সেটি।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">RAT-কে এয়ার ড্রিভেন জেনারেটরও বলা হয়। কোনও কারণে বিপত্তি ঘটলে, বিমানের ইঞ্জিন কাজ না করলে, অক্সিলারি পাওয়ার ইউনিটও ব্যর্থ হলে, এই RAT বিকল্প শক্তি হিসেবে কাজ করে। বিপদ বুঝে আপনা থেকেই সেটি চালু হয়। আবার পাইলটও সেটিকে ম্য়ানুয়ালি চালু করতে পারেন।</span></p> <p><span style="font-weight: 400;">তাই কী এমন ঘটল, যাতে বার্মিংহামগামী বিমানের RAT চালু হয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে আপাতত বার্মিংহাম থেকে দিল্লির অভিমুখে বিমানটির উড়ান বাতিল করা হয়েছে। বিমানবন্দরে সেটির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে, কেন এমনটা ঘটল। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।</span></p> <p><span style="font-weight: 400;">এয়ার ইন্ডিয়ার তরফে এখনও পর্যন্ত বিশদ তথ্য় প্রকাশ করা হয়নি। বিমানে ঠিক কতজন যাত্রী ছিলেন, তাও জানায়নি তারা। তবে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কারণ আমদাবাদে যে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং বিমানটি ভেঙে পড়ে, তার দু&rsquo;টি ইঞ্জিন বিকল হয়ে গিয়ে থাকবে, অথবা হাইড্রোলিক/ইলেকট্রিকাল গোলযোগ ঘটে থাকবে বলেও তত্ত্ব উঠেছিল। ভেঙে পড়ার আগে বিমানের RAT-টি সক্রিয় ছিল বলেও তথ্য় সামনে আসে। চার মাসের পর এবার এই ঘটনা।</span></p>

from india https://ift.tt/ImVgaxk
via IFTTT

Post a Comment

0 Comments