<p><strong>নয়াদিল্লি:</strong> আলোর উৎসবে অন্ধকার, মধ্যপ্রদেশে কার্বাইড গানে শতাধিক মানুষের চোখ নষ্টের আশঙ্কা । শিশু, প্রবীণ-সহ প্রায় ১২৫ জনের চোখে সমস্যা, আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়াতে পারে । ভোপাল-সহ একাধিক শহরে বহু মানুষের দৃষ্টিশক্তির সমস্যা । কার্বাইড গান ফাটানোর জেরে চোখের সমস্যা নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। গোয়ালিয়র, ইন্দৌর, সাগর-সহ বিভিন্ন শহরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । পাইপে কার্বাইড ও জল দিয়ে গ্যাস লাইটার জ্বালাতেই ফুলকি, বিস্ফোরণ। নিষিদ্ধ এই খেলনা কার্বাইড গানেই চোখ নষ্টের উপক্রম বহু মানুষের। </p> <p>[yt]https://youtu.be/FyhoVZZ3iyc?si=PjdM2eccaa4nEQjt[/yt]</p> <p>আরও পড়ুন, <a title=" শাবল ঢুকিয়ে খোদ ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এবার 'খুন'! রক্তাক্ত অবস্থায় প্রায় ১০০ মিটার দৌড়লেন ব্যক্তি.." href="https://ift.tt/I5mMqHo" target="_self"> শাবল ঢুকিয়ে খোদ ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এবার 'খুন'! রক্তাক্ত অবস্থায় প্রায় ১০০ মিটার দৌড়লেন ব্যক্তি..</a></p> <p> </p>
from india https://ift.tt/e4RzlbJ
via IFTTT
0 Comments