Maharashtra Doctor Incident: মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের 'ধর্ষণ-আত্মহত্যার' ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত SI গোপাল বাদনে

<p>মহারাষ্ট্র : মহারাষ্ট্রে 'ধর্ষণ'-আত্মহত্যার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত SI, তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার সাব ইনস্পেক্টর গোপাল বাদনে। সাতারা পুলিশের কাছে আত্মসমর্পণ মূল অভিযুক্ত SI-এর। তরুণী চিকিৎসকের আত্মহত্যা কাণ্ডে আগেই গ্রেফতার হন পুলিশ আধিকারিক প্রশান্ত ব্যাঙ্কার। বিজেপি-রাজ্য মহারাষ্ট্রে পুলিশের হাতে ধর্ষণের শিকার মহিলা সরকারি চিকিৎসক। ধর্ষণের শিকার মহিলা চিকিৎসক আত্মঘাতী। '৫ মাসে ৪ বার ধর্ষণ চালিয়েছে পুলিশ অফিসার, চালানো হয়েছে মানসিক নির্যাতন', হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী সরকারি চিকিৎসক। চার পাতার সুইসাইড নোটও পাওয়া গিয়েছে।</p> <p>'আমার মৃত্যুর জন্য দায়ী সাব-ইন্সপেক্টর গোপান বাদনে, উনি আমাকে ধর্ষণ করেছেন', সুইসাইড নোটে উল্লেখ মৃত মহিলা চিকিৎসকের। ভুয়ো ফিটনেস সার্টিফিকেট দিতে চাপ দিতেন পুলিশ অফিসার, সুইসাইড নোটে উল্লেখ। ১ সাংসদ এবং তাঁর ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধেও চাপ দেওয়ার অভিযোগ মৃত চিকিৎসকের। সাতারার ফল্টন উপজেলা হাসপাতালে কাজ করতেন ওই মহিলা চিকিৎসক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময়ে মোট ২১ বার অভিযোগ জানিয়েছিলেন চিকিৎসক। কোনও অভিযোগই কাজে আসেনি, অভিযোগ মৃত চিকিৎসকের পরিবারের। ৫ দিনের মধ্যে অ্যাকশন টেকন রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন।&nbsp;</p>

from india https://ift.tt/TBkxjI7
via IFTTT

Post a Comment

0 Comments