Bihar Assembly Elections 2025: রাহুলের পছন্দে সিলমোহর, বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী, নীতীশকে নিয়ে ধন্দ NDA-তে

<p><strong>পটনা: </strong><span style="font-weight: 400;">বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের &lsquo;মহাজোটে&rsquo; মতানৈক্যের খবর সামনে আসছিল। সেই জট কাটিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দিল I.N.D.I.A. শিবির। লালুপ্রসাদ যাদবের ছেলে, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হল। বৃহস্পতিবার বিরোধী জোটের তরফে এই ঘোষণা হল। আর সেই সঙ্গেই বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে প্রশ্ন উঠে গেল। বার্ধক্যজনিত কারণে নুয়ে পড়া নীতীশ কুমারই মুখ্যমন্ত্রীপদপ্রার্থী হবেন, না কি অন্য কাউকে মুখ করা হবে, সেই নিয়ে অনিশ্চয়তা কাটছে না। (Tejashwi Yadav CM Face in Bihar)</span></p> <p><span style="font-weight: 400;">বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করল I.N.D.I.A. শিবির।&nbsp; কংগ্রেসের বর্ষীয়ান নেতা অশোক গহলৌতের উপস্থিতিতে, যৌথ সাংবাদিক বৈঠকে তেজস্বীর নাম ঘোষণা করা হল। গহলৌত জানান, তেজস্বী&nbsp; &lsquo;যুবনেতা&rsquo;, &lsquo;নিবেদিত&rsquo;। তাই তাঁকেই বেছে নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিজেপি এবং NDA-কে চ্যালেঞ্জও ছুড়ে দেন গহলৌত। তিনি বলেন, &ldquo;অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই, আমাদের নেতা তেজস্বী যাদব। NDA-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে, তাও জানানো উচিত।&rdquo; (Bihar Assembly Elections 2025)</span></p> <p><span style="font-weight: 400;">মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী হিসেবে শুধুমাত্র তেজস্বীর নামই ঘোষণা করেনি I.N.D.I.A. শিবির। বিকাশশীল ইনসান পার্টির প্রধান, মুকেশ সাহানিকে উপমুখ্য়মন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। মুকেশ অনগ্রসর শ্রেণির অন্তর্গত, নিষাদ সম্প্রদায়ের প্রতিনিধি। </span><span style="font-weight: 400;">যদিও পরবর্তীতে ওই পদে আরও কারও নাম উঠে আসতে পাবে বলে খবর।গহলৌত জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বীকেই চাইছিলেন লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তবে তেজস্বীকে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। বিহারে তেজস্বীকে সঙ্গে নিয়ে যাত্রাও করেন রাহুল।&nbsp;</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">VIDEO | Bihar Assembly Elections 2025: RJD leader and Mahagathbandhan CM candidate Tejashwi Yadav (<a href="https://twitter.com/yadavtejashwi?ref_src=twsrc%5Etfw">@yadavtejashwi</a>), addressing the joint press conference, said:<br /><br />"This question of who will be the CM face of Mahagathbandhan was being raised... We have joined hands to work for the&hellip; <a href="https://t.co/hsEIUnUrCh">pic.twitter.com/hsEIUnUrCh</a></p> &mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/1981255418677805259?ref_src=twsrc%5Etfw">October 23, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">I.N.D.I.A. শিবিরের মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার মুহূর্তে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন খোদ তেজস্বী। বিহার পুনর্গঠনে বিরোধী শিবির একজোট হয়ে কাজ করবে বলে জানান তিনি। পাশাপাশি, নীতীশের প্রতি NDA-র আচরণ নিয়েও মুখ খোলেন। তেজস্বী বলেন, &ldquo;নীতীশ কুমারের সঙ্গে অন্যায় হচ্ছে। NDA-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতীশ কুমারের নাম ঘোষণা করা হয়নি। অমিত শাহের কাছে প্রশ্ন, এতদিন আগেভাগে নীতীশ কুমারের নাম ঘোষণা করে এসেছেন আপনি। এবার কেন নয়? এটা যে নীতীশ কুমারের শেষ নির্বাচন, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন <a title="অমিত শাহ" href="https://ift.tt/er8vUDt" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a>।&rdquo;</span></p> <p><span style="font-weight: 400;">আসন সমঝোতা নিয়ে মতবিরোধের খবরের মধ্যেই এদিন যৌথ সাংবাদিক বৈঠক করে তেজস্বীর নাম সিলমোহর দিল I.N.D.I.A. শিবির। এদিনের সাংবাদিক বৈঠকে ঐক্যের বার্তা দেয় তারা। আগামী ৬ ও ১১ নভেম্বর, দুই দফায় <a title="বিধানসভা নির্বাচন" href="https://ift.tt/w6fEGxO" data-type="interlinkingkeywords">বিধানসভা নির্বাচন</a> বিহারে। RJD-র গড় হিসেবে পরিচিত রাঘোপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তেজস্বী। তাঁর কথায়, &ldquo;আমরা মহাজোটের সদস্যরা শুধুমাত্র সরকার গঠন বা মুখ্যমন্ত্রী হতে চাই না। বিহারের জন্য কাজ করতে চাই। একজোট হয়ে কাজ করব আমরা। লাথি মেরে বের করে দেব NDA-র ডাবল ইঞ্জিন সরকারকে। ওদের ডাবল ইঞ্জিন দুর্নীতি ও অপরাধে নিমজ্জিত।&rdquo; বিহারের সব আসন বখরা নিয়ে এখনও যদিও কিছু বিরোধ রয়েছে I.N.D.I.A. শিবিরে। তবে &lsquo;মহাজোটে&rsquo; সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসছে RJD-ই। ২৪৩টির মধ্যে ১৪৩টি আসনে প্রার্থী দাঁড় করিয়েছে তারা। কংগ্রেস ৬১টি আসনে প্রার্থী দাঁড় করিয়েছে। বাকি আসনে প্রার্থী দেবে CPI (ML), বিকাশশীল ইনসান পার্টি এবং অন্য জোটসঙ্গীরা। ১৪ নভেম্বর নির্বাচনের ফলঘোষণা। </span></p> <p><span style="font-weight: 400;">ভোটার তালিকায় লক্ষ লক্ষ নাম বাদ পড়ার পর, মহিলা ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ার পর এই প্রথম নির্বাচন হচ্ছে বিহারে। সেই নিয়ে বিরোধীদের তরফে লাগাতার নিশানা করা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে। নির্বাচনে বিজেপি-কে সুবিধা করে দিতেই এমন পদক্ষেপ বলে দাবি বিরোধীদের। NDA-র তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা না হওয়া নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। ৭৪ বছর বয়সি নীতীশ অসুস্থ, বার্ধক্যের ভারে তিনি নুয়ে পড়েছেন বলে দাবি উঠছে। নীতীশকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে NDA-র অন্দরেও বিরোধ রয়েছে বলে খবর। সেই আবহে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দৌড়ে কিছুটা হলেও এগিয়ে গেল 'মহাজোট</span><span style="font-weight: 400;">'। তবে এবারের বিহার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে প্রশান্ত কিশোরের 'জন সুরাজ' পার্টির। প্রশান্ত নিজে প্রতিদ্বন্দ্বিতা না করলেও, দলের হয়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি।</span></p>

from india https://ift.tt/CIDFiEG
via IFTTT

Post a Comment

0 Comments