<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে আংটিবদল সারলেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। শুধু তাই নয়, শীঘ্র সাতপাকে বাঁধা পড়তেও চলেছেন তারকাযুগল। তাঁদের প্রতিনিধিই শেষ পর্যন্ত খবরের সত্যতায় সিলমোহর দিলেন। তবে বাগদান নিয়ে কিছু প্রকাশ করেননি তাঁরা। (Rashmika Mandanna And Vijay Deverakonda Engaged)</span></p> <p><span style="font-weight: 400;">সূত্র মারফত জানা যাচ্ছে, শুক্রবার পারিবারিক অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন রশ্মিকা ও বিজয়। বিজয়ের বাড়িতেই বাগদান সম্পন্ন হয় তাঁদের। পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠজনের উপস্থিতিতে একসঙ্গে ভবিষ্যৎ গড়তে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাঁরা। আগামী বছরের একেবারে গোড়াতেই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে তাঁদের। (Celebrity Wedding)</span></p> <p><span style="font-weight: 400;">শুক্রবারই রশ্মিকা এবং বিজয় বাগদান সেরেছেন বলে সরগরম নেট দুনিয়া। সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছেন তারকা যুগলের এক প্রতিনিধি। হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রশ্মিকা ও বিজয়ের চার হাত এক হবে। এই খবরে উচ্ছ্বসিত রশ্মিকা ও বিজয়ের অনুরাগীরা। তারাকযুগলকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সকলে।</span></p> <p><span style="font-weight: 400;">রশ্মিকা এবং বিজয় প্রথম বার ‘Geetha Govindam’ ছবিতেই একসঙ্গে অভিনয় করেন। পরবর্তীতে ‘Dear Comrade’ ছবিতেও একসঙ্গে দেখা যায় তাঁদের। বন্ধুত্ব ক্রমশ গাঢ় হয়, সম্পর্কে লিপ্ত হন তাঁরা। বহু বার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। বিদেশে বেড়াতে গিয়ে আলাদা আলাদা ছবি পোস্ট করলেও, স্থান-কাল মিলিয়ে নিয়েছেন তাঁদের অনুরাগীরা। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে তাঁরা বরাবর নীরবই থেকেছেন।</span></p> <p><span style="font-weight: 400;">দশেরা উপলক্ষে একদিন আগেও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন রশ্মিকা। কপালে তিলক ছিল তাঁর। পোস্টে নায়িকা লেখেন, ‘শুভ দশেরা সকলকে…এবছর Thamma-র ট্রেলার এবং গানের জন্য এত ভালবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে যে নিজেকে একটু নিজেকে বেশি সৌভাগ্যবতী মনে হচ্ছে। আপনাদের মেসেজ, উৎসাহ, সমর্থন আমাকে আনন্দ দেয়। প্রোমোশনে শীঘ্রই দেখা হচ্ছে’। ওই পোস্টে বাগদান নিয়ে বহু মানুষ প্রশ্ন ছুড়ে দেন। কিন্তু রশ্মিকা কোনও ইঙ্গিত দেননি।</span></p> <p><span style="font-weight: 400;">তবে সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও, জীবনে সঙ্গী থাকার কথা কখনও অস্বীকার করেননি রশ্মিকা বা বিজয়। নিজেদের কখনওই ‘সিঙ্গল’ বলে দাবি করেননি তাঁরা। তবে তারকাযুগল এত তাড়াতাড়ি বাগদান সারবেন, বা বিয়ের পিঁড়িতে বসবেন বলে কেউ আঁচও করতে পারেননি। রশ্মিকার হাতে এই মুহূর্তে প্রচুর কাজ। বিজয়ও চরম ব্যস্ত। পরিচালক রাহুল সংকৃত্য়ানের পরবর্তী ছবিতে একসঙ্গেও কাজ করছেন তাঁরা।</span></p>
from india https://ift.tt/yKtb37H
via IFTTT
0 Comments