<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেই চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ভারত বা পাকিস্তান নয়, গত আট মাসে আটটি যুদ্ধ থামিয়েতিনি গোটা পৃথিবীর উপকার করেছেন বলে দাবি করলেন। শুধু তাই নয়, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে সাত-সাতটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয় বলেও দাবি ট্রাম্পের। (Donald Trump)</span></p> <p><span style="font-weight: 400;">জাপানের টোকিও-য় শিল্পমহলের সামনে ভারত ও পাকিস্তানকে নিয়ে ফের একবার মুখ খুললেন ট্রাম্প। বলেন, “যুদ্ধ থামাতে শুল্ককেই ব্যবহার করেছি আমি। গোটা পৃথিবীর উপকার করেছি। ভারত ও পাকিস্তানকে দেখুন! ওরা লড়াই চালিয়ে যাচ্ছিল। সাতটি যুদ্ধবিমান নামানো হয়, একেবারে ব্র্যান্ড নিউ সাতটি যুদ্ধবিমান, বিউটিফুল যুদ্ধবিমান।” (India Pakistan Conflict)</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Trump repeated again....also added 7 beautiful jets were shot down ✈️ <a href="https://t.co/7PUgHymsmq">pic.twitter.com/7PUgHymsmq</a></p> — Bhavika Kapoor (@BhavikaKapoor5) <a href="https://twitter.com/BhavikaKapoor5/status/1983179435617759340?ref_src=twsrc%5Etfw">October 28, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">শুল্ক চুক্তি নিয়েই শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তান পিছু হঠে বলে দাবি ট্রাম্পের। তাঁর বক্তব্য, “দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাল মানুষ। পাকিস্তানের প্রধানমন্ত্রী, ফিল্ড মার্শালও। এভাবে চললে বাণিজ্যশুল্ক হবে না জানিয়ে দিই। ওঁরা জানান, দুইয়ের মধ্যে সংযোগ নেই। আমি বলি, অবশ্যই আছে। আপনারা দু’টি পরমাণু শক্তিধর রাষ্ট্র! জানিয়ে দিই, কোনও চুক্তি হবে না। এর পর ২৪ ঘণ্টার মধ্যে সব শেষ।”</span></p> <p><span style="font-weight: 400;">ট্রাম্পের দাবি, গত আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। তবে মস্তিষ্ক খাটিয়ে নয়, ৭০ শতাংশ ক্ষেত্রেই শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। ট্রাম্পের কথায়, “অন্যথায় আগামী ১০ বছর পর্যন্ত হয়ত যুদ্ধ চালিয়ে যেত কোনও কোনও দেশ। পৃথিবীর উপকার করেছি আমি। অন্যথায় চারিদিকে, পরমাণু অস্ত্রের ধুলো উড়ত, আপনাদের সকলের উপর প্রভাব পড়ত।” প্রত্যেক দেশ আমেরিকার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে উদগ্রীব। তাই শুল্ক-কৌশলে কাজ হয়েছে বলে মত তাঁর। </span></p> <p><span style="font-weight: 400;">জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার পর, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলি ভেঙে দেয় ভারত। এতেই উপমহাদেশের ভূরাজনীতি তপ্ত হয়ে ওঠে। আঘাত, পাল্টা আঘাতকে ঘিরে পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন। সেই থেকে বারং বার ভারত ও পাকিস্তানের মধ্য়ে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে আসছেন ট্রাম্প। ভারত যদিও জানিয়েছে, যুদ্ধবিরতিতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না। ভারত ও পাকিস্তান পারস্পরিক আলোচনার মাধ্যমে অস্ত্র সংবরণ করে।</span></p>
from india https://ift.tt/8nXk15w
via IFTTT
0 Comments