Uttar Pradesh News: দ্বিগুণ বয়সের মহিলার সঙ্গে প্রেম, টাকার লেনদেনও, বিয়ের কথা উঠতে শ্বাসরোধ করে খুন, ধরা পড়ে ইনস্টাগ্রাম ফিল্টারকে দুষল যুবক

<p><span style="font-weight: 400;"><strong>মইনপুরী:</strong> ইনস্টাগ্রামে বন্ধুত্ব হয় প্রথমে। তার পর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আর সেই প্রেমিকাকেই খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ। জানা গিয়েছে, ইন্টাগ্রামে ছবি দেখে মহিলার বয়স আঁচ করতে পারেনি যুবক। পরে জানতে পারে, মহিলার বয়স তার চেয়ে দ্বিগুণ। ওই মহিলার থেকে টাকাও ধার নিয়েছিল, যা ফেরত দিতে পারেনি সে। এর মধ্যে বিয়ের জন্য চাপ দেওয়ায় মহিলাকে খুন করে অভিযুক্ত। (Uttar Pradesh News)</span></p> <p><span style="font-weight: 400;">উত্তরপ্রদেশের মইনপুরী থেকে অরুণ রাজপুত নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অরুণের বয়স ২৬ বছর। ইনস্টাগ্রামে এক মহিলার সঙ্গে প্রথমে বন্ধুত্ব হয় তার। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। জিজ্ঞাসাবাদে অরুণ জানিয়েছে, ইনস্টাগ্রামে ফিল্টার প্রযুক্তি ব্য়বহার করেছিলেন ওই মহিলা। ফলে তাঁর বয়স ৫২ বলে বুঝতে পারেনি সে। পরে পরে জানতে পারে, মহিলা বিবাহিত এবং চার সন্তানও রয়েছে। (Extra Marital Affair)</span></p> <p><span style="font-weight: 400;">পুলিশকে ধৃত অরুণ জানিয়েছে, সত্য জানার পর আর বিবাহে আগ্রহ ছিল না তার। কিন্তু ওই মহিলার থেকে মোটা টাকা ধার নিয়েছিল সে। সেই টাকা মেটাতেও পারেনি। ওই মহিলা বিয়ের জন্য চাপ দিতে শুরু করলে মাথা ঠিক রাখতে পারেনি সে। গলায় ওড়না পেঁচিয়ে ধরে, শ্বাসরোধ করে মহিলাকে খুন করে সে।</span></p> <p><span style="font-weight: 400;">মইনপুরীর পুলিশ সুপার অরুণকুমার সিংহ জানিয়েছেন, ১১ অগাস্ট গ্রামের কাছে এক মহিলার দেহ উদ্ধার হয়। তাঁর গলায় ফাঁসের দাগ ছিল। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে দেখা যায়, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে তাঁকে। বিভিন্ন থানায় ঘুরে গুরে ওই মহিলার পরিচয় জানার চেষ্টা হয়। শেষ পর্যন্ত জানা যায়, ওই মহিলা আসলে ফারুখাবাদের বাসিন্দা। তিনি নিখোঁজ বলে অভিযোগও দায়ের হয়েছিল থানায়।&nbsp; এর পর অরুণের নাগাল মেলে।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">পুলিশকে অরুণ জানিয়েছে, ইনস্টাগ্রামে ওই মহিলার সঙ্গে গত দেড় বছর ধরে বন্ধুত্ব ছিল তার। মাস দুয়েক আগে পোন নম্বর বিনিময় হয়। এর পর নিয়মিত ফোনে কথা&nbsp; এবং দেখাও হয় দু&rsquo;জনের। গত ১১ অগাস্ট ওই মহিলা ফারুখাবাদ থেকে মইনপুরী আসেন। কথার মধ্যে ফের বিয়ের প্রসঙ্গ ওঠে। বিয়ের জব্য জোরাজুরি করেন ওই মহিলা। যে ১.৫ লক্ষ টাকা ধার নিয়েছিল অরুণ, তাও ফেরত চান। তাতেই গলায় ওড়না পেঁচিয়ে মহিলাকে খুন করে অরুণ। তাঁর ফোনটি হাতিয়ে নিয়ে সিমকার্ড ফেলে দেয়।</span></p> <p><span style="font-weight: 400;">পুলিশ ওই ফোনটি উদ্ধার করেছে। দু&rsquo;জনের মধ্যে বিনিময় হওয়া মেসেজও উদ্ধার করতে পেরেছে পুলিশ। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। অরুণকে গ্রেফতার করা হয়েছে।</span></p>

from india https://ift.tt/sNdbZGn
via IFTTT

Post a Comment

0 Comments